কুড়িগ্রাম দাশিয়ারছড়া ছিটমহলের একটি চায়ের দোকান। কর্ম-চাঞ্চল্যহীন
এক স্থবির জীবন চিত্র। ছিটমহলের বেশিরভাগ মানুষের আয়ের উৎস কৃষিকাজ।
তাই
বছরের নির্দিষ্ট কিছু সময় তাদের কোন কাজ থাকে না। তবে সাম্প্রতিক এক ঘটনা
বদলে দিয়েছে তাদের জীবন-গতি। চায়ের দোকানে বসে সেটা নিয়েই চলছে নানা
জল্পনা-কল্পনা।
ছিটমহলের বাসিন্দা মোজাফর হোসেন বলছিলেন “ বন্দিজীবন থেকে মুক্তি পাইলে যেমন লাগে আমাদের তেমন লাগছে। আনন্দে চোখে পানি এসে যায়”।
সব নাগরিক সুবিধার প্রতীক্ষায় ছিটমহলের মানুষ
প্রায়
দুহাজার একর আয়তনের এই দাশিয়ারছড়া ছিটমহলটি কুড়িগ্রামের ভিতরে থাকা
সবচেয়ে বড় ছিটমহল। তবে কোনরকমের শিক্ষা, চিকিৎসা, বা কর্মসংস্থানের সুযোগ
এখানে নেই।
সড়ক যোগাযোগের বেহাল দশা। এখানকার অনেক মানুষ ভুয়া
ঠিকানা দিয়ে পড়াশোনা করেছেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে।
তাদের মধ্যে অল্প কয়েকজন চাকরিবাকরি করেছেন ।
তবে সে সবকিছু হচ্ছে
ভুল ঠিকানা ব্যবহার করে। নাম প্রকাশ না করার শর্তে একজন বলছিলেন তিনি ভুয়া
ঠিকানা ব্যবহার করে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এম.এ পাশ করেছেন।
No comments:
Post a Comment