Thursday 11 June 2015

নতুন সেনাপ্রধান আবু বেলাল শফিউল হক




জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ২৫ জুন বিকাল থেকে পরবর্তী ৩ বছরের জন্য তার নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আবু বেলাল মোহাম্মদ শফিউল হক হবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম সেনাপ্রধান। প্রজ্ঞাপনে বলা হয়, চিফস অব স্টাফ অব ডিফেন্স সার্ভিস অর্ডার-১৯৮১ অনুসারে ২৫ জুন ২০১৫ সালের অপরাহ্ন থেকে ২৫ জুন ২০১৮ সালের অপরাহ্ন পর্যন্ত ৩ বছরের জন্য আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে।এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক একটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে ২৫ জুন অপরাহ্নে সেনাবাহিনী প্রধানের চাকরি থেকে অবসর প্রধান করা হল।’ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া প্রচলিত বিধি অনুসারে অবসরসংক্রান্ত প্রাপ্য যাবতীয় আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

No comments:

Post a Comment