Thursday 11 June 2015

পররাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করা উচিত

প্রকাশ : ১১ জুন, ২০১৫
 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার হান্নান শাহ বলেছেন, বিশ্ব বেহায়া আর বিশ্বচোর মিলে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /></a>
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন।হান্নান শাহ বলেন, এ সরকারের লজ্জা নেই। তারা বললো নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হবে না। কিন্তু অন্তরঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ ছিল।হান্নান শাহ্ বলেন, বর্তমান সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে। জনগণ তাদের পক্ষে নেই। সরকার জিয়াউর রহমানকে বাদ দিয়ে অন্যভাবে ইতিহাস সৃষ্টি করতে চায়। ক্ষমতা থেকে গেলে জনগণ এর হিসেব নেবে।তিনি আরো বলেন, নেতা-কর্মীরা রাজপথে না থাকলেও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও দলের সঙ্গে আলোচনা করে আন্দোলনের রূপরেখা ঠিক করা হচ্ছে।তৃণমূল দল আয়োজিত হানিফ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
- See more at: http://www.jugantor.com/current-news/2015/06/11/277162#sthash.mcyfX5cb.dpuf
প্রকাশ : ১১ জুন, ২০১৫
 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার হান্নান শাহ বলেছেন, বিশ্ব বেহায়া আর বিশ্বচোর মিলে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /></a>
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন।হান্নান শাহ বলেন, এ সরকারের লজ্জা নেই। তারা বললো নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হবে না। কিন্তু অন্তরঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ ছিল।হান্নান শাহ্ বলেন, বর্তমান সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে। জনগণ তাদের পক্ষে নেই। সরকার জিয়াউর রহমানকে বাদ দিয়ে অন্যভাবে ইতিহাস সৃষ্টি করতে চায়। ক্ষমতা থেকে গেলে জনগণ এর হিসেব নেবে।তিনি আরো বলেন, নেতা-কর্মীরা রাজপথে না থাকলেও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও দলের সঙ্গে আলোচনা করে আন্দোলনের রূপরেখা ঠিক করা হচ্ছে।তৃণমূল দল আয়োজিত হানিফ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
- See more at: http://www.jugantor.com/current-news/2015/06/11/277162#sthash.mcyfX5cb.dpuf

No comments:

Post a Comment